November 19, 2020

FALSE:: ERROR: UNSUPPORTED ENCODING
| Tags: all cricket news, bangladesh cricket, bangladesh cricket board, bangladesh cricket news, bangladesh cricket player, Bangladesh Cricket Team, bangladesh cricket tigers, bangladesh sports, bangladesh sports news, bangladeshi cricketer, bangladeshi tiger, bcb, BD Cricket, bd cricket latest update, bd cricket update, cricket bangladesh, Mr.75, royal bengal tiger, Shakib, shakib al hasan, somoy, somoy tv, team bangladesh
একদম উচিত হইছে এই শালার মূর্তিপূজাকারি সাকিবের আরো শাস্তি দরকার
Hahaha
সাকিব অহংকার ব্যক্তি ।
গান ম্যান নিজেই প্রতিবন্ধি।
👉যারা মানুষের চোখে ঘৃণিত তাদেরই নিরাপত্তার দরকার হয়, যারা মানুষ কে ভালোবাসে মানুষের পাশে দাঁড়ায়, তাদের নিরাপত্তার কোনো দরকার হয়না, যারা সিকিউরিটি নিয়ে ঘুরাফেরা করে তখন বুঝতে হবে এর ভিতরে ভেজাল আছে__🤔
১৫৫ মি.মি আর্টিলারি দিয়ে নিরাপত্তা আরো জোরদার করা হোক
Shakib al hassan no 1 all-rounder
সবচেয়ে ভর সিকিউরিটি তো মহান আল্লাহ্ তাওয়ালা ।
তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে, অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবেনা।
☆ আল যুমার – ৫৪
অনুসরণ কর তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে উত্তম যা অবতীর্ণ করা হয়েছে তার, তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতে শাস্তি আসার পূর্বে –
☆ আল যুমার – ৫৫
যাতে কেহকেও বলতে না হয়ঃ হায়! আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আফসোস! আমিতো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।
☆ আল যুমার – ৫৬
অথবা কেহ যেন না বলেঃ আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমিতো অবশ্যই মুত্তাকীদের অন্তর্ভুক্ত হতাম।
☆ আল যুমার – ৫৭
অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কেহকে বলতে না হয়ঃ আহা! যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত তাহলে আমি সৎকর্মশীল হতাম।
☆ আল যুমার – ৫৮
প্রকৃত ব্যাপারতো এই যে, আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলিকে মিথ্যা বলেছিলে এবং অহংকার করেছিলে; আর তুমিতো ছিলে কাফিরদের একজন।
☆ আল যুমার – ৫৯
যে তাহার প্রতিপালকের নিকট অপরাধী হইয়া উপস্থিত হইবে তাহার জন্য তো আছে জাহান্নাম, সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
☆ ত্বোয়া-হা-৭৪
এবং যাহারা তাঁহার নিকট উপস্থিত হইবে মু’মিন অবস্থায় সৎকর্ম করিয়া, তাহাদের জন্য আছে সমুচ্চ মর্যাদা-
☆ ত্বোয়া-হা-৭৫
স্থায়ী জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে এবং এই পুরস্কার তাহাদেরই, যাহারা পবিত্র।
☆ ত্বোয়া-হা-৭৬
◇ ফাতির-৫ নং আয়াতের তাফসীর
হে মানুষ! নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য;[১] সুতরাং পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে প্রতারিত না করে[২] এবং কোন প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সস্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে। [৩] [১] আল্লাহর প্রতিশ্রুতি সত্য যে, কিয়ামত অনুষ্ঠিত হবে এবং সৎ ও অসৎ লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান ও প্রতিফল দেওয়া হবে। [২] অর্থাৎ, আখেরাতের সেই সকল নিয়ামত থেকে যেন উদাস না করে দেয়, যা আল্লাহ তাআলা তাঁর নেক বান্দা ও রসূলগণের অনুসারীদের জন্য প্রস্তুত রেখেছেন। অতএব এই পৃথিবীর ক্ষণস্থায়ী সুখ-স্বাচ্ছন্দ্যের মোহে পড়ে আখেরাতের চিরস্থায়ী শান্তিকে দৃষ্টিচ্যুত করে ফেলো না। [৩] অর্থাৎ, শয়তানের প্রবঞ্চনা ও ধোঁকা থেকে বেঁচে থাক। কারণ শয়তান বড় ধোঁকাবাজ এবং তার উদ্দেশ্যই হল তোমাদেরকে ধোঁকায় ফেলে জান্নাত থেকে বঞ্চিত করা। এইরূপ একই শ্রেণীর শব্দ সূরা লুকমানের ৩১:৩৩ নং আয়াতে বিবৃত হয়েছে।